রোববার, ১১ জানুয়ারি ২০২৬
রোববার, ১১ জানুয়ারি ২০২৬
মিরর বাংলা

দগ্ধ স্মৃতিকে বাঁচানো গেল না


মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫

দগ্ধ স্মৃতিকে বাঁচানো গেল না
সালমা আক্তার স্মৃতি (১৭)। ছবি: সংগৃহীত

অবশেষে মারা গেল লক্ষ্মীপুরে ঘরে আগুন লাগা বিএনপি নেতার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)। 

 বুধবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে।

গত ১৯ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়৷ আগুনে পুড়ে তার ছোট মেয়ে আয়েশা মারা যায়। এছাড়া বেলাল এবং তার বড় মেয়ে স্মৃতি ও মেজো মেয়ে সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হন।

এরমধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। স্মৃতি ও বিথিকে প্রথমে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। স্মৃতির শরীরের ৯০ শতাংশেএবং বিথির শরীরের ২ শতাংশ দগ্ধ হয়৷ বিথিকে পরদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। ছয়দিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এরমধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, 'ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছেন৷ নিহতের বাবা বাদী হয়ে থানা মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে।'

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

রোববার, ১১ জানুয়ারি ২০২৬


দগ্ধ স্মৃতিকে বাঁচানো গেল না

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

অবশেষে মারা গেল লক্ষ্মীপুরে ঘরে আগুন লাগা বিএনপি নেতার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)। 

 বুধবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে।

গত ১৯ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়৷ আগুনে পুড়ে তার ছোট মেয়ে আয়েশা মারা যায়। এছাড়া বেলাল এবং তার বড় মেয়ে স্মৃতি ও মেজো মেয়ে সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হন।

এরমধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। স্মৃতি ও বিথিকে প্রথমে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। স্মৃতির শরীরের ৯০ শতাংশেএবং বিথির শরীরের ২ শতাংশ দগ্ধ হয়৷ বিথিকে পরদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। ছয়দিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এরমধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, 'ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছেন৷ নিহতের বাবা বাদী হয়ে থানা মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে।'


মিরর বাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত