বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
মিরর বাংলা

কোথাও আওয়ামী লীগকে দেখি না


প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫

কোথাও আওয়ামী লীগকে দেখি না
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না। দু-একটা ঝটিকা মিছিল। সেগুলো অনুযায়ী কেউ কেউ হয়তো দু-একটা ডলার পান, এই তো। 

ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুক্তরাজ্যভিত্তিক দ্য ইন্ডিপেনডেন্ট, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করে।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে সুযোগ না দিলে ভোট বর্জনের সম্ভাবনা নিয়ে করা প্রশ্নে বর্তমান সরকারের কোনো উদ্বেগ আছে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, এ নিয়ে তারা কোনো সমস্যা দেখছেন না।

তিনি জানান, সাক্ষাৎকারটি সরকার এখনো পড়েনি; পড়ার পর মন্তব্য জানানো হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামপ্রতিক সাক্ষাৎকার নিয়ে যারা কাজ করছেন, তাদের তার অতীত কর্মকাণ্ড স্মরণ রাখা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি। 

এক সাংবাদিক বিদেশি গণমাধ্যমে পলাতক আসামি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মন্তব্য করতে পারবে। 

শফিকুল আলম বলেন, যারা তার ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীত কর্মকাণ্ড ভুলে না যান। জাতিসংঘের রিপোর্টে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট। তিনি আরও বলেন, আন্তর্জাতিক দু’টি গণমাধ্যমের প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগও উঠে এসেছে।

শফিকুল আলম বলেন, স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আওয়ামী লীগের করা এক ক্লেইমে শেখ হাসিনার ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের উল্লেখ নেই, যা ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলছে ৪০০ জন নিহত হয়েছে, এই দাবিও একতরফাভাবে দেয়া হয়েছে। প্রেস সচিব আরও বলেন, দেশের টাকা চুরি করে ইউকের সবচেয়ে দামি ল’ ফার্মকে ভাড়া করে এ ধরনের কাজ করা হচ্ছে। এটাকে আবার দেশের কেউ কেউ প্রমোটও করছে।

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫


কোথাও আওয়ামী লীগকে দেখি না

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না। দু-একটা ঝটিকা মিছিল। সেগুলো অনুযায়ী কেউ কেউ হয়তো দু-একটা ডলার পান, এই তো। 

ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুক্তরাজ্যভিত্তিক দ্য ইন্ডিপেনডেন্ট, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করে।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে সুযোগ না দিলে ভোট বর্জনের সম্ভাবনা নিয়ে করা প্রশ্নে বর্তমান সরকারের কোনো উদ্বেগ আছে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, এ নিয়ে তারা কোনো সমস্যা দেখছেন না।

তিনি জানান, সাক্ষাৎকারটি সরকার এখনো পড়েনি; পড়ার পর মন্তব্য জানানো হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামপ্রতিক সাক্ষাৎকার নিয়ে যারা কাজ করছেন, তাদের তার অতীত কর্মকাণ্ড স্মরণ রাখা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি। 

এক সাংবাদিক বিদেশি গণমাধ্যমে পলাতক আসামি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মন্তব্য করতে পারবে। 

শফিকুল আলম বলেন, যারা তার ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীত কর্মকাণ্ড ভুলে না যান। জাতিসংঘের রিপোর্টে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট। তিনি আরও বলেন, আন্তর্জাতিক দু’টি গণমাধ্যমের প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগও উঠে এসেছে।

শফিকুল আলম বলেন, স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আওয়ামী লীগের করা এক ক্লেইমে শেখ হাসিনার ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের উল্লেখ নেই, যা ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলছে ৪০০ জন নিহত হয়েছে, এই দাবিও একতরফাভাবে দেয়া হয়েছে। প্রেস সচিব আরও বলেন, দেশের টাকা চুরি করে ইউকের সবচেয়ে দামি ল’ ফার্মকে ভাড়া করে এ ধরনের কাজ করা হচ্ছে। এটাকে আবার দেশের কেউ কেউ প্রমোটও করছে।


মিরর বাংলা

সম্পাদক ও প্রকাশকঃ মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৫ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত