অলিভিয়ার কঠিন লড়াই

0
71

হলিউড অভিনেত্রী অলিভিয়া মুন। গত প্রায় এক বছর ধরে কঠিন সময় পার করেছেন। একাই যুদ্ধ করেছেন শারীরিক অসুস্থতার সঙ্গে। তবে বিষয়টি এতদিন কাউকে জানাননি তিনি। গত ১০ মাসে তার ৪টি অস্ত্রোপচার হয়েছে। সম্প্রতি হয়ে যাওয়া অস্কার অ্যাওয়ার্ডেও এসেছিলেন তিনি। তবে মঞ্চে এ বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি এই মার্কিন অভিনেত্রী। ১৩ই মার্চ রাতে অলিভিয়া তার ইনস্টাগ্রাম পোস্টে ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানান। হাসপাতালে তোলা ছবি শেয়ার করে ‘আয়রন ম্যান টু’খ্যাত অভিনেত্রী লেখেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যান্সারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হয়।
অলিভিয়া এখন ক্যান্সারমুক্ত। কিন্তু কঠিন সেই সময়ের স্মৃতি হাতড়ে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যান্সার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১০ মাসে আমার ৪টি অস্ত্রোপচার হয়েছে। আমি বহুদিন বিছানায় কাটিয়েছি। এ সময়ে আমি ক্যান্সার ও তার চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি। তবে আমি বিষয়টি কাউকে জানাতে চাইনি। এমনকি আত্মীয়-স্বজনদের অনেকেও জানেন না। কারণ আমি কাউকে উদ্বেগের মধ্যে রাখতে চাইনি। একাই কঠিন লড়াইটি করেছি। ২০১০ সালে মুক্তি পায় ‘আয়রন ম্যান টু’ সিনেমা। এতে চেজ রবার্টস চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-ম্যান: অ্যাপোক্যালিপস’। এতে সাইলক চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর মুক্তি পায় এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here