চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন সাবেক এ প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সকাল সাড়ে ছয়টার দিকে বলেছেন- ‘আম্মা আর নেই।’
খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পেয়ে পুত্র তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন। সেখানে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত হয়েছেন।
খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানা গেছে। তবে সেখানে মরদেহ দেখার সুযোগ থাকবে না।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি তাকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। স্বাস্থ্যের অনেকটা উন্নতি হলে তিনি দেশে ফিরে আসেন। গত কয়েক মাসে তিনি প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। তখন হাসপাতালে ভর্তি করানো হতো।
গত ২৩ নভেম্বর তাকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেশ কয়েক দফা তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। তখন তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারছিলেন বলে দাবি করেন চিকিৎসকরা। অবশেষে মঙ্গলবার ভোরে সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রোববার, ১১ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন সাবেক এ প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সকাল সাড়ে ছয়টার দিকে বলেছেন- ‘আম্মা আর নেই।’
খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পেয়ে পুত্র তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন। সেখানে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত হয়েছেন।
খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানা গেছে। তবে সেখানে মরদেহ দেখার সুযোগ থাকবে না।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি তাকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। স্বাস্থ্যের অনেকটা উন্নতি হলে তিনি দেশে ফিরে আসেন। গত কয়েক মাসে তিনি প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। তখন হাসপাতালে ভর্তি করানো হতো।
গত ২৩ নভেম্বর তাকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেশ কয়েক দফা তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। তখন তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারছিলেন বলে দাবি করেন চিকিৎসকরা। অবশেষে মঙ্গলবার ভোরে সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন