বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
মিরর বাংলা

তত্ত্বাবধায়ক প্রশ্নে সিদ্ধান্ত আজ


মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫

তত্ত্বাবধায়ক প্রশ্নে সিদ্ধান্ত আজ
হাইকোর্ট ভবন। ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আপিলের রায় হওয়ার কথা বৃহস্পতিবার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আপিল বিভাগ। আর আদালত কী সিদ্ধান্ত দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। 

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের এ রায় হওয়ার কথা রয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ এ রায় দেবেন।

তত্ত্বাবধায়ক বহালের সিদ্ধান্ত আসলে এটি কবে থেকে, কীভাবে কার্যকর হবে- এ নিয়ে কৌতূহল রয়েছে। ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে তিন জন আইনজীবী হাইকোর্টে রিট করেন।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে ২০১১ সালের ১০ই মে সেটি বাতিল করে আপিল বিভাগ।

ওই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের জুনে জাতীয় সংসদে পাস হয়। পরের মাসেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ওই রায় পুনর্বিবেচনা করার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ জন বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি আবেদন করেন।

বিষয় : তত্ত্বাবধায়ক

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫


তত্ত্বাবধায়ক প্রশ্নে সিদ্ধান্ত আজ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আপিলের রায় হওয়ার কথা বৃহস্পতিবার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আপিল বিভাগ। আর আদালত কী সিদ্ধান্ত দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। 

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের এ রায় হওয়ার কথা রয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ এ রায় দেবেন।

তত্ত্বাবধায়ক বহালের সিদ্ধান্ত আসলে এটি কবে থেকে, কীভাবে কার্যকর হবে- এ নিয়ে কৌতূহল রয়েছে। ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে তিন জন আইনজীবী হাইকোর্টে রিট করেন।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে ২০১১ সালের ১০ই মে সেটি বাতিল করে আপিল বিভাগ।

ওই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের জুনে জাতীয় সংসদে পাস হয়। পরের মাসেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ওই রায় পুনর্বিবেচনা করার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ জন বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি আবেদন করেন।


মিরর বাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৫ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত