বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
মিরর বাংলা

ফ্রান্সে বাংলাদেশি পরিচয়ে ভারতীয়দের আবেদন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন


প্রকাশ : ০২ মে ২০২৫

ফ্রান্সে বাংলাদেশি পরিচয়ে ভারতীয়দের আবেদন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

ভুয়া নথিপত্র ও সাজানো পরিচয়ে তারা নিজেদের রাজনৈতিক নিপীড়নের শিকার হিসেবে উপস্থাপন করে মানবিক আশ্রয় দাবি করছেন। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশ সরকার ও জনগণের বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হচ্ছে। এ প্রবণতা শুধু আইনি নয়, মানবিক ও কূটনৈতিক দিক থেকেও উদ্বেগজনক।

ন্যাশনাল কোর্ট অব অ্যাসাইলাম (CNDA) ও ফরাসি গণমাধ্যম লো মন্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা বিষ্ণজিৎ দাস ও তার স্ত্রী রিঙ্কু দাস ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন বাংলাদেশি পরিচয়ে। 

তারা একটি দালাল চক্রের মাধ্যমে ভুয়া জন্মসনদ, নাগরিকত্ব সনদ ও অন্য নথিপত্র সংগ্রহ করে প্যারিসে পাড়ি জমান। OFPRA (Office Français de Protection des Réfugiés et Apatrides) আশ্রয় মঞ্জুর করে।

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫


ফ্রান্সে বাংলাদেশি পরিচয়ে ভারতীয়দের আবেদন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৫

featured Image

ভুয়া নথিপত্র ও সাজানো পরিচয়ে তারা নিজেদের রাজনৈতিক নিপীড়নের শিকার হিসেবে উপস্থাপন করে মানবিক আশ্রয় দাবি করছেন। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশ সরকার ও জনগণের বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হচ্ছে। এ প্রবণতা শুধু আইনি নয়, মানবিক ও কূটনৈতিক দিক থেকেও উদ্বেগজনক।

ন্যাশনাল কোর্ট অব অ্যাসাইলাম (CNDA) ও ফরাসি গণমাধ্যম লো মন্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা বিষ্ণজিৎ দাস ও তার স্ত্রী রিঙ্কু দাস ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন বাংলাদেশি পরিচয়ে। 

তারা একটি দালাল চক্রের মাধ্যমে ভুয়া জন্মসনদ, নাগরিকত্ব সনদ ও অন্য নথিপত্র সংগ্রহ করে প্যারিসে পাড়ি জমান। OFPRA (Office Français de Protection des Réfugiés et Apatrides) আশ্রয় মঞ্জুর করে।


মিরর বাংলা

সম্পাদক ও প্রকাশকঃ মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৫ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত