বঙ্গভবনে হঠাৎ সেনাপ্রধান

0
16

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বঙ্গভবন বলছে, সোমবার সাক্ষাতকালে সেনাপ্রধান তার বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ নিয়ে নানারকম আলোচনা ছিল দিনভর। এমনকি রাষ্ট্রপতি পদত্যাগ করছেন বলেও প্রচার পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে বঙ্গভবন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাতকালে সেনাপ্রধান তার বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন।

রাষ্ট্রপতি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

এছাড়া দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং উদ্ধারকার্যে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন রাষ্ট্রপ্রধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here