সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) রাজনৈতিক পরিষদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগডানোভের বরাতে এই দাবি করেছে দেশটির বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় স্থাপিত রুশ সামরিক ঘাঁটিগুলো বজায় রাখাই তাদের লক্ষ্য বলে সাংবাদিকদের জানিয়েছেন বোগডানোভ। তিনি বলেছেন, এইচটিএসের সঙ্গে যোগাযোগের গঠনমূলক অগ্রগতি হচ্ছে। অতিরিক্ত সহিংসতা প্রতিরোধ, শৃঙ্খলা বজায় রাখা এবং কূটনীতিবিদ ও বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার গুলো তারা রক্ষা করবে বলে ক্রেমলিন প্রত্যাশা করছে।
তিনি আরও বলেছেন, রাশিয়া তাদের দুটি সামরিক ঘাঁটি ধরে রাখতে চায়। এগুলো হলো টারটুসের নৌঘাঁটি ও লাটাকিয়া শহরের নিকটবর্তী খেমেইমিম বিমানঘাঁটি। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই ঘাঁটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, ‘এখনও সিরিয়ার ভূখণ্ডে এই ঘাঁটিগুলো বিদ্যমান। অন্য কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে এগুলো সিরীয় সরকারের অনুরোধে স্থাপন করা হয়েছিল। আমি মনে করি ও সবাই একমত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও আইএসের অবশিষ্টাংশের মোকাবিলা এখনও শেষ হয়নি।’
বোগডানোভ বলেছেন, এই লড়াই চালিয়ে যেতে সমষ্টিগত প্রচেষ্টা প্রয়োজন। খেমেইমিম ঘাঁটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সিরিয়া ও এর আশপাশের পরিস্থিতি স্থিতিশীল করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আরেক উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনিন ও জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি জেইর পেডারসেন।
বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার জনগণের চাওয়া অনুযায়ী রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিতের বিষয়ে দুই কূটনীতিবিদের মধ্যে ফোনে কথা হয়েছে।