মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে আবারও ইলিশ মাছ ধরা শুরু হয়েছে। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরছে জেলেরা।
জাল নৌকা নিয়ে গত কাল রাতে নদীতে জাল ও নৌকা নিয়ে ছোটবড় অসংখ্য জেলে মাছ শিকারের জন্যে নেমে পড়েছেন। তবে শুরুতেই কাঙ্ক্ষিত মাছ জালে ধরা না দেওয়ায় জেলেদের কপালে দুঃশ্চিতার ভাঁজ।
বেশ কয়েকজন জেলে জানালেন, ২২ দিনের নিষেধাজ্ঞায় বেকার ছিলেন তারা। তাই আয়ের পথ বন্ধ হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে ছিলেন, সরকারি প্রণোদনার চাল পেলেও নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহে তা ফুরিয়ে যায়।
মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীসহ অভয়াশ্রম এলাকায় মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এই সময়ে নদীতে যেকোনো মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ ছিল। এ অভিযান সফল করতে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। এজন্য নদী পাহারায় নিয়োজিত ছিল সেনাবাহিনীর টহল টিমও।