এবার চীনের পথে মিয়ানমার জান্তা

0
1


২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের সামরিক জান্তা মিং অং হ্লেইং। চলতি সপ্তাহে চীনের একাধিক আঞ্চলিক সম্মেলনের পাশাপাশি তিন দেশের এক বৈঠকে অংশ নেবেন তিনি।

মিয়ানমারের সরকারী টেলিভিশন চ্যানেল এমআরটিভি বলছে, আগামী ৬ ও ৭ নভেম্বর চীন সফর করবেন জান্তা প্রধান মিন অং হ্লেইং। এ সময় তিনি গ্রেটার মেকং সাবরিজিয়ন এবং ইরাবতি-চাও ফ্রায়া-মেকং ইকোনমিক কো-অপারেশন স্ট্র্যাটেজির (এসিএমইসিএস) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। পরে চীনের কুনমিংয়ে কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে যোগ দেবেন তিনি। এ সফরে চীন-মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক এবং বিভিন্ন খাতের উন্নয়নের বিষয়েও আলোচনা করবেন তিনি।

গত অক্টোবরে জান্তাবিরোধী যোদ্ধাদের শুরু করা তীব্র হামলার মুখে মিয়ানমারের সেনাবাহিনী কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই হামলা চীনকে শঙ্কিত করে তুলেছে। এর ফলে মিয়ানমারের সাথে সীমান্তের কিছু অংশ বন্ধ এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে আমদানি বাতিল করেছে চীন।





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here