[ad_1]
অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণের সাথে সাত পাকে বাধা পড়লেন অভিনেত্রী অদিতি রাও ।
রাজপরিবারের সদস্য হয়েও অদিতি রাও হায়দারির সাদামাটা ভাবে করা বিয়ে দেখে অনেকে হা হুতাশ করছিলেন তাঁদের ভুল ভাঙালেন অভিনেত্রী। তিনি জানালেন তাঁদের বিয়ের মুল উৎসব এখনও বাকি। আর সেই উৎসবে হবে এই বছর শেষের আগেই!
এর আগে গত ১৬ সেপ্টেম্বর তাঁর আর সিদ্ধার্থের বিয়ের খবর দিয়েছিলেনআত্মীয়স্বজনের উপস্থিতিতে মন্দিরে চার হাত এক হল অদিতি আর সিদ্ধার্থের। তবে কাগজে সই করে বিয়ে সারলেন । সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মণিরত্নম, কমল হাসনের মতো দক্ষিণী ছবির নামী ব্যক্তিত্বেরা। বোঝাই যাচ্ছে, তাঁদের সাক্ষী রেখেই আইনি বিয়েতে আবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ এবং অদিতি।
[ad_2]
Source link