সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা

0
32

কুইন্টন ডি কক আরেকটি ঝড়ো ফিফটিতে দলকে এনে দিলেন উড়ন্ত সূচনা। তবে পরে ডেভিড মিলার ছাড়া আর কেউ তেমন ঝড়ো ইনিংস খেলতে না পারায় সংগ্রহটা যদিও বড় হলো না দক্ষিণ আফ্রিকার। রান তাড়ায় শুরুতে চাপে পড়ার পর হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনের বিস্ফোরক জুটিতে জয়ের কাছে পৌঁছে গেলো ইংল্যান্ড। কিন্তু শেষে অনেকটাই সহজ হয়ে আসা সমীকরণ মেলাতে পারল না তারা। শেষ তিন ওভারের চমৎকার বোলিংয়ে রোমাঞ্চকর লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছাড়লো আফ্রিকা।

সেন্ট লুসিয়ায় আজ সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারায় প্রোটিয়ারা। আগে ব্যাটিং করে ১৬৩ রান করে আফ্রিকা। ৩৮ বলে ৬৫ রান করেন ডি কক। এছাড়া মিলারের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪৩ রানের ইনিংস। জবাবে ১৫৬ রানে থামে ইংলিশদের ইনিংস। ৩৭ বলে ৫৩ রান করেন হ্যারি ব্রুক। আর লিভিংস্টোন করেন ১৭ বলে ৩৩ রান।
সুপার এইটে টানা দ্বিতীয় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। তাদের শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর দুই ম্যাচে এক জয় পাওয়া ইংল্যান্ডের জন্য এখন শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতেই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here