পথের হয়রানি কি কমেছে

0
87

আর দশজনের মতো একসময় গণপরিবহনেই অফিস যেতেন ব্যাংক কর্মকর্তা রাইসা। বছর কয়েক হলো তিনি স্কুটি ব্যবহার করছেন। এ বিষয়ে তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “আমি গত ছয় বছর ধরে একটি বেসরকারি ব্যাংকে আছি। প্রায় চার বছর হলো আমি স্কুটি চালিয়ে অফিসে যাই। এর আগে বাসে যাওয়া আসা করতাম।
“গণপরিবহনে যৌন হয়রানি নিত্যদিনের ব্যাপার। একবার এমনই এক ঘটনার পর বাসে যাতায়াত বন্ধ করে দিই। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তখন। এক বন্ধুর পরামর্শে স্কুটি কিনি। চালানো শেখার পর তাতে চড়েই যাতায়াত শুরু করি। কিছুদিনের মধ্যে টের পাই, ভিন্ন এক ধরনের ইতিবাচক শক্তি যেন ভর করেছে আমার মধ্যে।”
তবে নিজস্ব বাহনে দুশ্চিন্তামুক্ত হয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন ভাবলেও পুরোপুরি তা ঘটেনি। প্রায় প্রতিদিনই নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here