অভিনেত্রী পরীমণি কয়েক দিন আগে নিজের গ্রামের বাড়ি গিয়ে ঘুরে বেড়িয়েছেন। সেখানে পুরনো বান্ধবীসহ স্বজনদের নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন তিনি। বরিশাল থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। একমাত্র সন্তানসহ পরিবারের ৫ সদস্য ফুড পয়জনিংয়ের শিকার বলে জানিয়েছেন পরীমনি নিজেই।
একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলেন তিনি, এরপর সেই ফল খেয়েই অসুস্থ হয়ে পড়েন পরীমণিসহ পরিবারের ৫ সদস্য।
স্বামী-সংসার নিয়ে নানা নাটকীয়তার পর বর্তমান সময়টা ভালোই যাচ্ছিল পরীমণির। তার ছবি ‘কাগজের বউ’ দেখে মুগ্ধ চয়নিকা চৌধুরী। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ পরিচালক। এই ছবি নিয়ে আনুষ্ঠানিকতায় তিনি উপস্থিত থাকতে পারেননি অসুস্থ্যতার কারণে।
সোশ্যাল মিডিয়াতে দেখা যায় নিজের গ্রামের বাড়িতে কয়েকদিন চুটিয়ে মজা করছেন অভিনেত্রী। সেখানে বেশ ভালো সময় কাটিয়ে ঢাকায় ফিরতেই শয্যাশায়ী। অসুস্থ তিনি একা নন, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যসহ পরিবারের পাঁচ সদস্য কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। অন্যদের শারীরিক অবস্থার উন্নতি হলেও ছেলে রাজ্য এখনও হাসপাতালে।
রবিবার ব্যান্ডেজ হাতে ছেলের একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। সেখানে সতর্কবার্তা দিয়ে লিখেছেন, ‘শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। ব্যাকটেরিয়া, ভাইরাস, শীতের সময় এসব থেকে নিরাপদ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে পরিষ্কার করা হয় সেভাবে না করেই শুধু খাওয়ার পানি দিয়ে ধুয়ে খেয়েছিলাম।’
তিনি আরো লিখেছেন, ‘বাবু (পরীর ছেলে) খুবই অল্প পরিমাণ, মানে দু-একটা কামড় দিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে গত ১১ তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি সুস্থ হলেও পূণ্য (পরীমনির ছেলে) এখনো হাসপাতালে!’
পরীমণি তাঁর নতুন ছবি ‘কাগজের বউ’ ও আগামী ছবি সম্পর্কে লিখেছেন, “নানুবাড়ি থেকে ভীষণ রকম ভালো সময় নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল আমার ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এর সংবাদ সম্মেলন ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিকভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে ‘কাগজের বউ’-এর প্রশংসা পাচ্ছিলাম। আমার বেশ আনন্দ হচ্ছে এসবে।’
পরীমণি নিজেই বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শারীরিক অবস্থার আপডেট জানাচ্ছেন। তিনি বরাবরই এ মাধ্যমে সক্রিয়। দাম্পত্য কলহ থেকে শুরু করে সব বিষয় তিনি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।