রোববার, ১১ জানুয়ারি ২০২৬
রোববার, ১১ জানুয়ারি ২০২৬
মিরর বাংলা

রকমারি

‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে আলোচিত 'জুলাই যোদ্ধা' তাহরিমা জান্নাত ওরফে সুরভীকে (২১) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলা রয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারের পর তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন। ফেসবুকে নিজেকে 'জুলাই যোদ্ধা' হিসেবে পরিচয় দেন। ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পর রাতভর নাচগানে তাহরিমাকে দেখা গেছে। বঙ্গভবন ঘেরা কর্মসূচিতে তাকে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিরুপ মন্তব্য করতে দেখা যায়। জুলাই আন্দোলনের সময় তাহরিমা বিভিন্ন স্কুল-কলেজের ইউনিফরম পরে অংশ নেওয়ায় ভাইরাল হন।তাহরিমাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন। তিনি বলেন, তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে। নাইমুর রহমান (দুর্জয়) নামের একজন সাংবাদিক এই মামলাটি করেছেন। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।পুলিশ সূত্রে জানা যায়, তাহরিমা জান্নাত সুরভী অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করারও অভিযোগ আছে।

‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার