বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
মিরর বাংলা

ফুটবল

উড়ন্ত সূচনা রিয়ালের

লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে গত ৬ দশকে সেরা শুরুর রেকর্ড গড়ল জাবি আলোনসোর দল। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে রিয়ালের ১৩তম জয়। লিগে ১১ ম্যাচে রিয়াল জিতেছে ১০টি, চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচে ৩টি। হার শুধু একটি।নিজেদের ইতিহাসে প্রথম ১৪ ম্যাচে রিয়াল এর চেয়ে ভালো শুরু পেয়েছিল ১৯২৮-২৯ মৌসুমে। ৬২ বছর আগে মৌসুমের প্রথম ১৪ ম্যাচে ১৩টিতে জিতেছিল তারা। ড্র করেছিল অন্যটি। হোসে আঞ্জেল বেরাওন্দো তখন ছিলেন দলটির কোচ।এমবাপ্পে করেছেন জোড়া গোল। ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ৩১ মিনিটে দ্বিতীয় গোল করেছেন তিনি। অন্য দুটি গোল জুড বেলিংহাম (৪৪ মিনিট) ও আলভারো কারেরাসের (৮২)। ভিনিসিয়ুস পেনাল্টি মিস না করলে ব্যবধান বাড়তে পারত আরও।হ্যাটট্রিকের হাতছানি থাকলেও ভিনিসিয়ুসকে পেনাল্টি নিতে বলেছিলেন এমবাপ্পে। অথচ তিনি মিস করেন সেটা আর ডাগআউটে হতাশা জানাচ্ছিলেন জাবি। এ নিয়ে ম্যাচ শেষে জাবি বললেন, ‘‘পেনাল্টি কে নেবে, সেটি আমরা ঠিক করে দিয়েছি। প্রথম দায়িত্ব কিলিয়ানের। এরপর মাঠে তারা কী করবে, সেটা তাদের সিদ্ধান্ত। আমি চাইব, তারা যেন পেনাল্টি কাজে লাগাতে পারে। সমস্যা নেই। এটা বড় কিছু নয়।’’প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল।  ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। লিগে ১১ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৩০। দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ২৩। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।রিয়ালের হয়ে প্রথম ৪৫ ম্যাচে ৪৪টি গোল করেছেন এমবাপ্পে। রিয়াল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ৪৫ ম্যাচে গোল করেছিলেন ৪৩টি।

উড়ন্ত সূচনা রিয়ালের