বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
মিরর বাংলা

খেলা

টেস্টে ফিরছেন অধিনায়ক শান্ত

অধিনায়কের দায়িত্ব নিয়েই টেস্ট ক্রিকেটে ফিরছেন নাজমুল হোসেন শান্ত।বাংলাদেশের খেলা সবশেষ টেস্টে অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি অভিমানে দায়িত্ব ছাড়ার পর এই ফরম্যাটে আর খেলেনি বাংলাদেশ। পরের সিরিজ সাড়ে মাস বাকি থাকায় নির্বাচকরাও ঘোষণা করেননি নতুন অধিনায়কের নাম। তবে আয়ারল্যান্ড সিরিজ দুয়ারে কড়া নাড়ায় টেস্ট অধিনায়ক খুঁজছিল বাংলাদেশ।বোর্ড অনুরোধ করলেও না করে দিয়েছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। আগ্রহী ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে বিসিবি বেছে নিল শান্তকেই। তাকে বুঝিয়ে রাজি করিয়েছেন বিসিবির পরিচালকরা।তিন সংস্করণের জন্য আলাদা অধিনায়ক রাখার নীতি থেকে এখনই সরে না আসার সিদ্ধান্ত লিটন-মিরাজদের বিবেচনার বাইরে নিয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি।চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা শেষ করেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম টেস্ট অধিনায়ক ঠিক করার আলোচনায় বসেন সেখানে উপস্থিত পরিচালনা পর্ষদে তার সহকর্মীদের নিয়ে । লিটন কুমার দাস আলোচনায় থাকলেও  ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সতীর্থ শামীম হোসেনকে নিয়ে বেফাঁস মন্তব্য তার বিপক্ষে গেছে। টেস্ট অধিনায়ক হিসেবে মিরাজ ও তাইজুল ইসলামের ওপর পরিচালকরা আস্থা রাখতে পারেননি।

টেস্টে ফিরছেন অধিনায়ক শান্ত