মঞ্চের গুণী অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। সিনেমা ও ওটিটির কাজের বাইরে মঞ্চে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন তিনি। তার নির্দেশনায় আগামী ২৪শে মার্চ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে বিখ্যাত ফরাসি নাট্যকার মলিয়ে-এর লেখা ক্ল্যাসিক্যাল কমেডি ‘দ্য স্কুল ফর ওয়াইভস’ (বউদের পাঠশালা)। মাইলস ম্যালসনের ইংরেজি অনুবাদ থেকে বাংলা রূপান্তর করেছেন আশীষ খন্দকার। অভিনয়ে মোহাম্মদ আমিন, তোতো তিমথীয়, আবুল ফজল, পারভেজ রানা, কিংশুক খান প্রমুখ।