ঢাবিতে কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সংস্থা নদীয়া’র নব কমিটি গঠন

নদীয়া” ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ একটি সংস্থা। এক মহৎ উদ্যেশ্যর লক্ষে সংগঠিত এই ছাত্র কল্যাণ সংস্থা। সাংস্কৃতিক ও মিষ্টভাষী খ্যাত প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়ার” ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সকল ছাত্রছাত্রী সম্মিলিত ভাবে গঠিত এই সংস্থা নদীয়া। কুষ্টিয়া জেলার আধি নাম নদীয়া সেই ভাবনা থেকেই এই নাম করণ করা হয়েছে। এই সংগঠনের মুল লক্ষ্য একে অন্যের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
আজ এই সংগঠনের ১ বছর মেয়াদী কার্যকরী কমিটির নবনির্বাচিত নাম ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে এক বছর সভাপতির দায়িত্ব পালন করবেন কুষ্টিয়ার কৃতি সন্তান এবং অমর একুশে হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুনায়েদ সাকিব এবং সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের মেধাবী শিক্ষার্থী তৌহিদুজ্জামান মিশুক।
নবনির্বাচিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা সংগঠনের সকল সদস্য-সদস্যাদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।